

গোমস্তাপুর প্রতিনিধি: শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিন শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ড. অজিত কুমার দাস এর সভাপতিত্বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন; উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চাপাই নবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আশরাফুল ইসলাম আজিজি,সাধারণ সম্পাদক আঃ খালেক জেম, জামবারিয়া ডিগ্রী কলেজ ভোলাহাট অধ্যক্ষ সাহাব উদ্দিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চাপাই নবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ আলিম,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোমস্তাপুর শাখার সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মুনসুর আলী প্রমুখ।