গোমস্তাপুরে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় বাল্যবিবাহ বন্ধ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ, মাদকদ্রব্যের ক্ষতিকর দিক আলোচনা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টার দিকে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ও রাত ৮ টার দিকে লেবুডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উভয় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পোস্টটি শেয়ার করুন