গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার অন্তর্গত বহি পাড়া নামক স্থানে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

আজ ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ইং(শুক্রবার) বেলা আনুমানিক সাড়ে ৩ টার সময় নাচোল থেকে রহনপুর আসার পথে বহি পাড়া নামক স্থানে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নাজমুল হক (৪২) রিপন নামে এক ব্যক্তি নিহত হয়। নিহত ব্যক্তি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

জানা যায় ব্যাংক কর্মকর্তা রিপন রহনপুর ঘুরে দেখার জন্য আসছিলেন। তাঁর সাথের একজন আতংকিত হয়ে এখনও বাকরুদ্ধ। ঘটনার পরপরই অটোরিকশা চালক পালিয়ে গেছে। ঘটনা জানতে পেরে স্থানীয় সাংবাদিক সামিরুল ইসলাম ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফায়ার দ্রুতই ঘটনাস্থলে গিয়ে মরাদেহ ও আহত একজনকে স্থানীয় গোমস্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।
স্থানীয় কৃষি ব্যাংকের কর্মকর্তা /কর্মচারীরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং নিহতের পরিবারকে খবর দেন।
বর্তমানে স্থানীয় পুলিশ প্রশাসন সুরতহাল প্রতিবেদন তেরি করছেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান লাশের আত্মীয় স্বজন আসার পর আইনি প্রকৃয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন