গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিএফএফ সমকাল এর আয়োজনে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ নেয়। রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় চাম্পিয়ন ও আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন; উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোটার্স ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রাণা। সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ।