

গোমস্তাপুর প্রতিনিধিঃএকদিনের ব্যবধানে চাঁপাই নবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কলকলিয়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে ।
গত শুক্রবার ও শনিবার রাতে একই গ্রামের সেন্টুর ছেলে হোসেন (৪০) ও সুজনের শিশু কণ্যা আশা (১০) মারা যায়।
স্থানীয় গ্রাম পুলিশ আন্টু জানান,গত শনিবার রাতে সুজনের স্ত্রী তার শিশু কণ্যা আশা ও ছেলেকে নিয়ে ঘরের ভিতর বিছানায় ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ২টার দিকে আশার চিৎকারে বুঝতে পারে সাপে কামড় দিয়েছে। পরে তার মৃত্যু ঘটে ।
রোববার সকাল ১০টায় তার লাশ দাফন সম্পন্ন হয়।
এর আগে গত শুক্রবার দিবাগত রাতে একই গ্রামের সেন্টুর ছেলে হোসেন (৪০) পাশ্ববর্তী নদীতে মাছ ধরছিল। এক পর্যায়ে নদীর পাশে অবস্থিত জেলেদের বিশ্রাম ঘরে শুয়ে থাকার সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। প্রথমে তাকে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু ঘটে।
উল্লেখ্য,অতি বৃষ্টির ফলে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় অনেক সাপ লোকালয়ে আশ্রয় নিয়েছে। ফলে উক্ত এলাকার লোকজন সাপের ভয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।