গোমস্তাপুরে সামাজিক সংগঠন ‘রেইনবো পার্টি’ র উদ্যোগে ‘ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ” স্লোগানে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর আয়োজন করে সামাজিক সংগঠন সন্তোষপুর ‘রেইনবো পার্টি’।

বুধবার ৯ ফেব্রুয়ারী সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী নির্দেশনায় অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে শিক্ষার্থী সহ স্থানীয়দের ব্লাড গ্রুপিং করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মো সালেহ, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোসেন, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুরুল হোদা স্বপন, বাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন শাহ আলম সহ স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সংগঠনটির সদস্য রা।

পোস্টটি শেয়ার করুন