

গোমস্তাপুর প্রতিনিধি: স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে থানা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন- উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাংবাদিক আল-মামুন বিশ্বাস, মনিরুল ইসলাম দোয়েল, আলাউদ্দিন, সাহাদাত হোসেন।
এ সময় গোমস্তাপুর উপজেলার চারটি সংগঠনের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ওসি মাহবুবুর রহমান আইনশৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য বিষয়ে উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মাহবুবুর রহমান গত ১৯ অক্টোবর গোমস্তাপুর থানায় যোগদান করেন। এর আগে তিনি ভোলাহাট থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।