গোমস্তাপুরে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আ’লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
গোমস্তাপুর প্রতিনিধি: বাংলাদেশের আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) বিকেলে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে রহনপুর কলোনি মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
আরো বক্তব্য রাখেন- গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ ফিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সহ-সভাপতি সাবিহা শবনম কেয়া, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল শ্যামল, চৌডালা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলি চুটু, সাধারণ সম্পাদক আনসার আলি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, আওয়ামী লীগ নেতা একরামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, সম্পাদক আরিফুর ইসলাম জয়, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শহিদুজ্জামান আনসারি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা টগর মোহাম্মদ সালেহ প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোসেন, সাধারণ সম্পাদক মুরসালিন আলী, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক, সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদ সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী আলকাপ গান পরিবেশন করা হয়।