গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি আঞ্চলিক সড়ক থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
শনিবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মোড় এলাকার আড্ডা-সারাইগাছি সড়ক থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তি (৫৫) রাস্তা পারাপারের সময় আড্ডা হইতে সারাইগাছিগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে, রোববার পুলিশ ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জের সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।