গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু 

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) দুপুর ১ টার দিকে রহনপুর-ভোলাহাট সড়কের বোয়ালিয়া ভূমি অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্ৰামের মদলিস আলীর ছেলে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, বুধবার দুপুর  ১টার দিকে রহনপুর-ভোলাহাট সড়কের কাঞ্চনতলা নামক স্থানে ওই ব্যবসায়ি বাইসাইকেল যোগে দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি স্টিয়ারিং ভূটভটি তাকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন