গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে মাল্যদান, র্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোক র্যালি বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাদেরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন সাপাটু, আঃ মান্নান, আঃ সাত্তার আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মিন্টু প্রমখ।
আলোচনা সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন; বাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।