গোমস্তাপুর উপজেলার ‘শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান’ নির্বাচিত হলো আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ২২, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সম্প্রতি শেষ হওয়া জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় উপজেলার আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক) সহ ১৩টি ক্যাটাগরিতে প্রথম স্থান দখল করেছে।

এছাড়া ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে।

তারা হলেন:- হামদ ও নাতে ইসরাত জাহান, ইংরেজি রচনায় বুশরা মমতাজ, নির্ধারিত বক্তৃতায় আসিফা তাসনিম ও সুমাইতা ইসলাম, বাংলা রচনায় তৌফিকা জান্নাত নেহা, বাংলা কবিতা আবৃত্তিতে রিমা খাতুন, বিতর্ক প্রতিযোগিতায় জয়নব খাতুন, দেশাত্নাবোধক গানে সিরাজুম মনিরা। এছাড়াও শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন তাসমিনা খাতুন ইলা ও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক রেহেনা খাতুন।

উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রধান নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশসহ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন