

গোমস্তাপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় ছাত্রলীগের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে কুষ্টিয়ায় বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মৌলবাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রহনপুর ডাক বাংলা থেকে মিছিল বের করে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ সাগর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস এর পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক তাসরিফ আহমেদ,সহ-সম্পাদক আনসারুল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদুল করিম শুভ, এন্তাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ প্রিন্স, আইন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম জয়,চৌডালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন,পার্বতীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন রেজা,বোয়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সিহাব, পৌর ছাত্রলীগ নেতা ফয়সাল,মুরসালিন, গোমস্তাপুর উপজেলার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তুষার রাজসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী।
বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যের হামলায় দোষীদের গ্রেফতার করে শাস্তি দাবি করেন।