

গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যার উপজেলা সংলগ্ন কাউসার ভবনে অবস্থিত তৃতীয় তলায় প্রেসক্লাব কার্যালয়ে কমিটি গঠন করা হয়। -কমিটি গঠনের পূর্বে সদস্যদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, বিদায়ী সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল,নির্বাহী সদস্য আব্দুস সালাম তালুকদার,সদস্য আবুল কালাম, আব্দুর রহিম,অর্থ সম্পাদক আপেল মাহমুদ।
সভা শেষে ২০২১ সালের ৩ফেব্রুয়ারি কমিটির মেয়াদউত্তীর্ণ হলে নতুন কমিটি গঠন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।পরে সদস্য আব্দুর রহিম নূর মোহাম্মদ কে সভাপতি করার প্রস্তাব দিলে সভাপতি নূর মোহাম্মদ(দৈনিক সোনালী সংবাদ ও দৈনিক চাঁপাই দৃষ্টি গোমস্তাপুর প্রতিনিধি), সহ-সভাপতি এমএ সাদেক( দৈনিক রাজশাহী সংবাদ গোমস্তাপুর প্রতিনিধি), সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি গোমস্তাপুর উপজেলা )অর্থ সম্পাদক আবুল কালাম (দৈনিক রাজবার্তা ভ্রাম্যমাণ প্রতিনিধি),দপ্তর সম্পাদক আব্দুল বাশির(দৈনিক ঢাকা প্রতিদিন),সদস্য আপেল মাহমুদ(সময়ের কণ্ঠস্বর), আব্দুর রহিম (ভোলাহাট সংবাদ), মাসুদ হোসেন (ভোলাহাট সংবাদ), সামিরুল ইসলাম (দৈনিক রাজবার্তা ও এটিভি সংবাদ গোমস্তাপুর প্রতিনিধি), এরশাদ আলী(ভোলাহাট সংবাদ), হাসান আলী(ভোলাহাট সংবাদ), সুমন আলী (ভোলাহাট সংবাদ) করে এগারো সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।