গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে হয়রানির প্রতিবাদ করায় রহনপুর পৌর মেয়রকে লাঞ্চিত
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানি প্রতিবাদ করায় রহনপুর পৌর মেয়র মতিউর রহমানকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে ডা: হাবিবা সুলতানা হ্যাপি নামে চিকিৎসকের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই চিকিৎসক দ্বারা হয়রানির স্বীকার হওয়া রোগী রহনপুর পৌর এলাকার জালিবাগান মহল্লার রইসুদ্দিনের ছেলে মতিউর আজ বুধবার সকালে ওই নারী চিকিৎসকের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই চিকিৎসকের ফাউন্ডেশন প্রশিক্ষণ না থাকায় এমনটি করে থাকতে পারে। পৌর মেয়রসহ রোগীদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।