
বিশেষ প্রতিনিধিঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো প্রভাতী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
এতে অংশ নেয় রহনপুর রেঞ্জার্স ও রহনপুর স্টেশন মাস্টার স্টার ফুটবল দল।
খেলায় ২-০ গোলে রহনপুর রেঞ্জার্স জয় লাভ করে।
খেলা উপলক্ষে বিপুল পরিমাণ দর্শকের সমাগম হয়।
এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন চাঁপাই নবাবগঞ্জ জেলার কৃতি সন্তান,মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ সেফাউর রহমান।
তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। অবক্ষয় থেকে যুবসমাজকে ঠিক পথে রাখতে পারে খেলাধুলা।
আরও বলেন, খেলাধুলার মান উন্নয়নের জন্য আমি অতীতেও ছিলাম ভবিষ্যতে থাকবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার মেয়র তারিক আহমেদ।
চাম্পিয়ন দলকে উপহার স্বরূপ ট্রফি ও দুইটি খাসি তুলে দেন প্রধান অতিথি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান, গোমস্তাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস,বিশিষ্ট সমাজসেবক জালাল উদ্দীন মুক্তি,রফিক বিশ্বাস,রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফি আনসারী,এনায়েত করিম তোকিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।