

ট্রিবিউন ডেস্ক: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডে ভর্তি শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ উপজেলা প্রশাসন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুল হামিদ।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইসমাইল হোসেন, ওয়ার্ড ইনচার্জ লাইলী বেগম সহ অন্যান্য মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স ও হাসপাতালের কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন। শিশুদেরকে উপহার হিসেবে পোশাক ও খেলনা সামগ্রী প্রদান করা হয়।
এ বিষয়ে ইউএইচএফপিও ডা. মোঃ আব্দুল হামিদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের গৃহীত ” স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ ” কর্মসূচি’র অংশ হিসেবে আজ প্রথম দিনে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হলো।
অন্যান্য কর্মসূচিও যথাযথ ভাবে পালন করা হবে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে কর্মকর্তা/ কর্মচারীদের নিয়ে “স্বাস্থ্য খাত নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা এবং স্বাস্থ্য খাতে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা অংশ গ্রহণ করেন।
প্রধান আলোচকের বক্তব্যে ইউএইচএফপিও ডা. মোঃ আব্দুল হামিদ বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাস্থ্য খাতের অবদান অনস্বীকার্য। তাঁর সুদূর প্রসারী চিন্তার প্রতিফলন স্বরুপ বাংলাদেশের স্বাস্থ্য খাত আজ অনন্য মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। তৃণমূলের সর্বস্তরের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ভাবনার ফল কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলের সর্বসাধারণ আজ স্বাস্থ্য সেবা পাচ্ছেন।
আলোচনা শেষে ” বঙ্গবন্ধুর জন্মদিন ” শিরোনামে স্বরচিত কবিতা আবৃত্তি করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী কবি এসকে এম হেলাল উদ্দিন। স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম মিলাদ ও দোয়া পরিচালনা করেন।