

গোমস্তাপুর প্রতিনিধিঃ গ্রাহকের মৃত্যুতে তার ঋণ মওকুফ করেছে সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান সিদ্ধান্ত ফাউন্ডেশন।সেই সাথে গ্রাহকের দাফন কাফন ও আর্থিক অনুদান দেওয়া হয় তার পরিবারের হাতে।
আজ বৃহস্পতিবার বিকেলে সিদ্ধান্ত ফাউন্ডেশনের ঋণ গ্রহীতা মৃত মোসাঃ সাবানা বেগম এর স্বামী জেম আলী র হাতে জমাকৃত সঞ্চয় পত্র ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধান্ত ফাউন্ডেশনের ম্যানেজার মুঃ সজীব আলী, ক্যাশিয়ার এরশাদ আলী ও মাঠকর্মী আব্দুল্লাহ আল গালীব।
উল্লেখ্য,মোসাঃ সাবানা বেগম গত ১৪ সেপ্টেম্বর মারা যান। মারা যাওয়ার আগে তিনি সিদ্ধান্ত ফাউন্ডেশন থেকে ঋণ নেন।তার বাড়ী গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামে।
সিদ্ধান্ত ফাউন্ডেশন এর এমডি এমদাদুল হক মামুন জানান,সিদ্ধান্ত ফাউন্ডেশন আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।মানবিক কারণে মৃত সাবানার ঋণ মওকুফ ও তার জমানো সঞ্চয় পত্র তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।