গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শোক র্যালি চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের


নিজস্ব প্রতিবেদকঃ ২০০৪ সালের ২১শে আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে শোক র্যালি আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা।
আজ সকালে শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। সেখানে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
উক্ত শোক র্যালি তে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন, সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ,সহ-সভাপতি সাব্বির আহমেদ,আতিকুর রহমান তাসলিম,শাহীন আলম,ইমতিয়াজ মাশরুর কুইক,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আব্দুল আওয়াল তুষার,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক,সহ-সম্পাদক নয়ন আলীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
পোস্টটি শেয়ার করুন