গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

নিজস্ব প্রতিনিধিঃ ২০০৪ সালের ২১শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউ তে জননেত্রী শেখ হাসিনার জনসভায় ভয়াল গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভ্যিনিউতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েদুর রহমান হৃদয় সহ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন