রাজশাহী প্রতিনিধি: ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করে মৃত্যু ঘটতে পারে।
ওই শিক্ষার্থীর নাম আসাদুজ্জামান নূর শিহাব। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী।
শুক্রবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১ টায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভাণ্ডার গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক আশরাফ উজ জামানসহ তার চাচাতোভাই মামুন জানান, শুক্রবার রাত ১১ টায় তার মায়ের সঙ্গে খাওয়া শেষ করে শিহাব ঘুমিয়েছিল। পরেরদিন শনিবার সকালে তার মা তাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকলে কোনো সাড়া দিচ্ছিল না। এক পর্যায়ে তার রুমের দরজা ভেঙে ঘরে ঢুকে তার হাত-পা ধরেও তাকে ঘুম থেকে তুলতে পারেননি। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মামুন বলেন, সম্ভবত ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করায় তার মৃত্যু হয়েছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের তার সহপাঠী কাউসার বলেন, ‘সে একজন মেধাবী ছাত্র ছিল। সে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছে বলে তার পরিবার থেকে জেনেছি।’
ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক আশরাফ-উজ-জামান জানান, ‘আমরা জেনেছি ওই শিক্ষার্থী ঘুমের মধ্যে স্ট্রোক করায় তার মৃত্যু হয়েছে। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। সবার কাছে তার আত্মার শান্তি কামনা করছি।’