চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কারীকে ধরলো রেল পুলিশ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২

ট্রিবিউন ডেস্ক: রহনপুর থেকে রাজশাহী অভিমুখী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ কারী এক ব্যাক্তিকে ট্রেন থামিয়ে আটক করেছে রেলওয়ে পুলিশ।
আটককৃতদের নাম শামসুল আলম। তার বাড়ী জেলার গোদাগাড়ীতে।

জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে; রহনপুর থেকে রাজশাহী অভিমুখী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি দুই আগস্ট সকাল সোয়া ৮ টায় রাজশাহীর কোটস্টেশন থেকে ছাড়ার সময় এক ব্যক্তি ট্রেনটিতে পাথর নিক্ষেপ করে এতে ওই ট্রেনের এক শিশু যাত্রী আহত হয়।

ট্রেনের গতি কম থাকায় ট্রেনের কর্তব্যরত রেল পুলিশ ট্রেন থেকে নেমে স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে ওই পাথর নিক্ষেপ কারীকে আটক করে রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে আসে।

রেল থানার এসআই সাহাদাত জানান, আটক শামসুল আলম মস্তিষ্ক বিকৃতি ও পাগল। তাই তাকে তার অভিভাবকেরা মুচলেকা দিয়ে নিয়ে গেছে।

পোস্টটি শেয়ার করুন