চলে গেলেন ঢাবির সাবেক ভিসি ও চাঁপাই নবাবগঞ্জ জেলার কৃতি সন্তান ড. এমাজউদ্দীন অাহমেদ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী ও চাঁপাই নবাবগঞ্জ জেলার কৃতি সন্তান ড. এমাজউদ্দীন আহমেদ মারা গেছেন।
শুক্রবার ভোররাতে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যু হয়।
তার মেয়ে দিল রওশন জিন্নাত আরা নাজনীন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তার মেয়ে রওশন জিন্নাত আরা নাজনীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক।
শারীরিক অবস্থা খারাপ হলে গতকাল রাত ২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোর ৫টার দিকে হার্ট অ্যাটাক করেন তিনি।
আনুষ্ঠানিকতা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন চাঁপাই নবাবগঞ্জ জেলার গুণী ব্যক্তি ড. এমাজউদ্দীন আহমদ।
তিনি ১৯৩২ সালে ১৫ ডিসেম্বর চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি অাদিনা সরকারি কলেজ ও রাজশাহী কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন।
তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে দেশে ও বিদেশে সমাদৃত ছিলেন।
ড. এমাজউদ্দীন আহমদ বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং দলটির নীতি-নির্ধারণে তার গুরুত্বপূর্ণ প্রভাব ছিল তাঁর।

পোস্টটি শেয়ার করুন