চলে গেলেন…বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা ডা: ইয়াসিন আলি


নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগঠক,চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. মু. ইয়াসিন আলি রাজশাহীর CDM হাসপাতালে আজ রাত ১২ টায় বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাঁর মৃত্যুর খবরে শুধু চাঁপাই নবাবগঞ্জ নয় বৃহত্তর রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ডা: ইয়াসিন আলি ১৯৭৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী ছিলেন। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন দীর্ঘ সময়।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও সাবেক ডীন প্রফেসর ড. মু. হাবিবুর রহমানের বাবা।
তাঁর জানাজা আজ দুপুর আড়াইটায় আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গোরস্থানে অনুষ্ঠিত হবে।
জেলার রাজনীতিবিদরা জানান,ডাঃ ইয়াসিন আলী ছিলেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ও জনপ্রিয় একজন ভালো মানুষ। শেষ জীবন পর্যন্ত তিনি দলের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করে গেছেন।
সর্বজন শ্রদ্ধেয় একজন বর্ষীয়ান রাজনীতিবিদ কে আমরা হারালাম।