চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় মঞ্চস্থ হবে জাতির পিতাকে নিয়ে মঞ্চ নাটক ‘চিরন্তন মুজিব’


ট্রিবিউন ডেস্ক: শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ স্মরণ করে আগামী ১৫ আগস্ট থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় মঞ্চস্থ হবে মঞ্চ নাটক “চিরন্তন মুজিব“।
জাতির পিতার সংগ্রাম মূখর জীবনের উল্লেখযোগ্য বিভিন্ন ঘটনা উঠে এসেছে নাটকটিতে। নাটকটি নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্ট্যাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক কাইসার রহমানী।
‘চিরন্তন মুজিব’ নাটকটি ১৫ আগস্ট নাচোল উপজেলার ডাকবাংলো, ১৮ আগস্ট ভোলাহাট উপজেলার বড়গাছী উচ্চ বিদ্যালয় মাঠ এবং ২১ আগস্ট গোমস্তাপুর উপজেলার রহনপুরে মঞ্চস্থ হবে।
প্রদর্শণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান।
নাটকটির বিভিন্ন চরিত্রে স্থানীয় নাট্যকর্মীরা অভিনয় করেছেন।