নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যের গণসংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) বিকেলে বারোঘরিয়া চামাগ্রাম নাইট স্কুলে এই গণসংবর্ধনা প্রদান করা হয়। চামাগ্রাম এলাকার বিভিন্ন রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠন, ব্যক্তি, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. হারুন-অর-রশীদসহ ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাসিকুল ইসলাম শিমুল, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ১,২ ৩ নং ওয়ার্ডের সুলেখা বেগম যুদ্ধ কে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মোঃ শরিয়তুল্লাহর সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডা. আল-মামুন, বারোঘরিয়া বাজার বনিক সমিতির সভাপতি সামশুল আলম, বারোঘরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি তারাজ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণিপেশার জনসাধারণ।
বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশীদ বলেন, জনগণ ভালোবেসে সমর্থন করে আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন।তাদের এই আস্থার প্রতিদান দিব ইনশাআল্লাহ। বারোঘরিয়া ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আগামী ৫ বছর কাজ করে যাব। তিনি আরও বলেন, এখন থেকে সরকারি যেকোন সহায়তা পেতে কোন উৎকোচ দিতে হবে না ও হয়রানির শিকার হতে হবে না।
কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পাওয়া গেলে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে। মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে সকলের প্রতি সহযোগিতা কামনা করেন তিনি।