নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি আভিযানিক দল।
ডিএনসির ফেসবুক ওয়াল থেকে তথ্যে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর বুধবার রাতে শিবগঞ্জ উপজেলা থেকে ৮ কেজি গাঁজাসহ হাতেনাতে হারুন, আস্তারুল ও সাদেকুল নামে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মো. সাদেকুল ইসলাম (৫৮), মো. হারুন অর রশিদ অরফে হারুন (২৮) ও আস্তারুল ইসলাম (৪৮)।
ডিএনসি আসামির ঠিকানা ও পিতার নাম দেয়নি। কখন অভিযান পরিচালনা করা হয়েছে সেটাও জানায়নি ডিএনসির ফেসবুক প্রোফাইল।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডিএনসির নিয়মিত অভিযান চলবে।