নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাটে মেসার্স কাজল ষ্টোরে অভিযান চালিয়ে দোকানের গোডাউন থেকে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। সেই সাথে মালিককে অবৈধ ভাবে তেল মজুদের দায়ে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) সহকারী পরিচালক উসমান গনি বিষয় টি নিশ্চিত করেছেন।
পরে জব্দকৃত সয়াবিন তেলগুলো সাধারণ জনগণের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যহত থাকবে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বটতলাহাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের একটি দল অভিযান চালিয়ে বোতল জাত সয়াবিন তেল গুলো জব্দ করে।
ভোক্তার অধিকার নিশ্চিত করতে জেলায় নিয়মিত অভিযানের বিষয়ে জোর দাবি জানিয়েছেন সুধীমহল।