চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দুরন্ত’ ৯৫
নিজস্ব প্রতিবেদকঃ মন, মনন ও মানবিকতায় আমরা স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুরন্ত’৯৫।
শনিবার ১ জানুয়ারি বিকাল ৩ টায় গোবরাতলা ইউনিয়ন এর দেলবাড়ি গ্রামের দেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেন কন্ডে লুইস মুরমু।
এসময় দুরন্ত’ ৯৫ পরিবার এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি এবং জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ ইয়াসমিন সুলতানা রুমা, সংগঠনের সদস্য খাইরুল বাসার পলাশ, আব্দুল জলিল, রাধা বল্লভ, জামিল মাস্টার, পিপুল, নেয়ামতুল্লাহ স্বপন ও মারুফ প্রমুখ।