চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন হলো ‘বিনোদন পার্ক’

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২২

ট্রিবিউন ডেস্ক: জনগণের বিনোদনের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দক্ষিণ শহর এলাকায় ‘বিনোদন পার্ক’ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে ফিতা কেটে পার্কটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘বিনোদন পার্ক’ এর মালিক চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা প্রশাসকের পত্নী সেলিনা জামান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর ‍কুমার কুন্ডু,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, জেলা আওয়ামী প্রচার ও প্রকশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপ দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমাসহ, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেলসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পার্ক কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনের পর হতে পার্কটি জনগণের বিনোদনের জন্য চালু করা হলো। পার্কটি প্রবেশ মুল্য ২০ টাকা। এখানে হরিন, কবুতর, বিভিন্ন জাতের পাখিসহ আছে শিশুদের বিনোদনের জন্য বেশকিছু রাইড রয়েছে। রয়েছে পুকুরে ঘুরার জন্য নৌকা। এছাড়াও এখানে সভা-সেমিনারের জন্য রয়েছে ছোট বড় মিলনায়তন। পিকনিক করার জন্য পানির সুব্যবস্থাসহ আছে অন্যান্য সুবিধা।

পোস্টটি শেয়ার করুন