নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বাসিন্দা বাক্কার আলীর ছেলে মোহাম্মদ রাজু আলী (১৯) কে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন ১ কেজি গাঁজাসহ রাজু নামে ১ জনকে গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে সদর মডেল থানার এসআই সুজন খানের নেতৃত্বে, এসআই জাহিদ, এসআই নয়নসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করে।
গোবরাতলা ইউনিয়নের বকুলতলা লিলি খিলি মোড়ে সফল ভাবে অভিযান টি শেষে আসামি কে থানা হাজতে প্রেরণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি শনিবার আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪৭।