নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দক্ষিণ মাওরিপাড়া নামোশংকরবাটীতে তমা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দক্ষিণ মাওরি পাড়া নামোশংকরবাটির তৌহিদুল ইসলামের মেয়ে ও তোশিকুল ইসলামের স্ত্রী তৌহিদা খাতুন তমা (২০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, ১৪ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ টার দিকে স্বামীর সাথে মনোমালিন্য হওয়াই বাড়ির সকলের অগচরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁসি দেয় তমা।
পরে বিষয় টি বাড়ির লোকজন দেখতে পেয়ে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তমাকে মৃত ঘোষণা করে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।