চাঁপাইনবাবগঞ্জে চার গুণী শিল্পী ও একটি সংগঠনকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ প্রদান
![চাঁপাইনবাবগঞ্জে চার গুণী শিল্পী ও একটি সংগঠনকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ প্রদান](https://chapaitribune.com/wp-content/uploads/2022/03/IMG_20220324_213538.jpg)
![](https://chapaitribune.com/wp-content/plugins/Epaper view by Nagorikit.com/assest/img/print-news.png)
নিজস্ব প্রতিবেদকঃ শিল্প ও সংস্কৃতি বিকাশে অসামান্য অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চার গুণী শিল্পী ও একটি সাংস্কৃতিক সংগঠনকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২২’ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। এই উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷
সম্মাননা প্রাপ্তরা হলেনঃ ১. লোক সংস্কৃতি আলকাপঃ বিরেন্দ্র নাথ সরকার, ২. কন্ঠসংগীতঃ আলাউদ্দিন, ৩. নাট্যকলাঃ ইউসুফ আলী, ৪. যন্ত্রশিল্পী দোতরাঃ তোহরুল ইসলাম, এবং ৫. সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনঃ চাঁপাই গম্ভীরা।
অনুষ্ঠানে গুণীজনদের উত্তরীয়, ১০ হাজার টাকার চেক, মেডেল ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
![](https://chapaitribune.com/wp-content/uploads/2022/03/FB_IMG_1648136085083-300x135.jpg)
◾অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল◾
অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি বলেন, “বঙ্গবন্ধু সুখী সমৃদ্ধি বাংলাদেশ বিনির্মাণের লক্ষে অন্যান্য সকল ক্ষেত্রের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে বিপ্লব আনতে চেয়েছিলেন। বাঙালির জাতিসত্তা বিকাশে বঙ্গবন্ধু শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠা করেছেন। শিল্পকলা একাডেমিতেই সংস্কৃতির চর্চা হয়। অনেক গুণীজন তৈরি হয় এখান থেকে। পূর্বে এভাবে গুণীজন সংবর্ধনা দেওয়া হতো না। বর্তমানে জনবান্ধব, শিশু ও নারীবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণীজনদের সংবর্ধনা প্রদানের ব্যবস্থা করেছেন। সকল ক্ষেত্রের মানুষকে নিজ নিজ ক্ষেত্রে সম্মাননা, স্বীকৃতি প্রদান করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে ভবিষ্যত প্রজন্মকে আরো আগ্রহী করে গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন বেগম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সাল। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে অংশ নেন জেলার শিল্পীরা।
উল্লেখ্য; বাংলাদেশ শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদানের ধারাবাহিকতায় নীতিমালা অনুযায়ী নবম বারের মত সম্মাননা পদক প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত ৪৫ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।