নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজীপাড়া জালমাছমারী গ্রাম থেকে ২টি ওয়ান শুটারগান, বিদেশী মদ ও বিভিন্ন ধরণের ধারালো অস্ত্রসহ আপেল নামে ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল।
১ সেপ্টেম্বর বিকেলে পাঠানো বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে র্যাব জানতে পারে একটি বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে। তথ্য টি নিশ্চিত হবার পর ৩১ আগস্ট বুধবার রাত ৮ টার দিকে ঐ বাড়ি ঘিরে ফেলে সরাসরি রাজশাহী থেকে আগত র্যাবের আভিযানিক দল।
গ্রেপ্তার কৃত ব্যক্তি হচ্ছে – শিবগঞ্জ উপজেলার হাজীপাড়া জালমাছমারী গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আজাহার আলী ওরফে আপেল (৪২)। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপেল জানায়, তার বসত বাড়িতে আগ্নেয়াস্ত্র, বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং মাদকদ্রব্য আছে।
পরবর্তীতে শয়ন কক্ষের ওয়্যার ড্রপের ড্রয়ার থেকে ২টি ওয়ান শুটারগান, ২টি চাইনিজ কুড়াল, ২টি নিঞ্জা চাকু, ১ টি সোলেমানি চাকু, ১টি নিঞ্জা লাঠি চেইন, ১টি বেসবল ব্যাট, ১টি বড় তরবারি, ১টি চিকন ছুরি, ১টি টিপ চাকু, ১টি বুলেট চাকু, ২ বোতল বিদেশী মদ, ১৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামি বিভিন্ন সময়ে দস্যুতা সংঘঠিত করে, অপহরণ করে, মানুষকে আটক রেখে চাঁদা দাবী করে। এছাড়াও রক্তাক্ত জখমসহ বিভিন্ন ধরণের অপকর্মে লিপ্ত হয় এবং সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করে।
ইতিপূর্বে আরও ৭ টি ভিন্ন ভিন্ন অপরাধ সংগঠিত মামলার আসামী হিসেবে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয় আপেল।