চাঁপাইনবাবগঞ্জে পাঁচ হাজার ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক ১

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একবর নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ী ছোট চক এলাকার মৃত পেশকার আলীর ছেলে একবর আলী (৪৫)।

জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর অফিসার ইনচার্জ ওসি বাবুল উদ্দিন সরদার ইয়াবাসহ ১ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল সোমবার বিকেল ৪ টার দিকে প্রথমে রাণীহাটি বাশপট্টি সংলগ্ন আমবাগান থেকে ৩ হাজার ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামি কে গ্রেপ্তার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং আরও মাদক বাড়িতে আছে বলে স্বীকার করে। পরবর্তীতে আসামির শয়নকক্ষে তল্লাশী চালিয়ে একটি মাটির পাত্রে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামি কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন