চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মে ৩১, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হচ্ছেঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মধ্যপাড়া গ্রামের দেলোয়ারের ছেলে দিদার (৫) ও একই এলাকার হোসেনে আলীর মেয়ে তিশা (৩)।

সোমবার সাড়ে ১১ টার দিকে পৌর এলাকার টিকরামপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে দিদার ও তিশা পানিতে ডুবে যায়।

স্থানীয়রা দেখতে পেয়ে দুই জনের লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে মৃত ঘোষণা করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

পোস্টটি শেয়ার করুন