চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ১৪ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার কালিনগরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে গত বছর বজ্রপাতে নিহত ১৪ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কর্তৃক প্রদত্ত চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিবার প্রতি পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এসময় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের প্রতিনিধিসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; গত বছর ২০২১ সালের ৪ আগষ্ট শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে বুধবার দুপুরে পদ্মা নদীতে একটি নৌকায় বজ্রপাতে ১৭ জন মারা যায়।

নিহতরা সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট ডাইলপাড়া গ্রামে থেকে বিয়ে পরবর্তী একটি অনুষ্ঠানে যোগ দিতে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকার তেলিখাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে বৌ আনতে যাচ্ছিলেন।

পোস্টটি শেয়ার করুন