চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাই নবাবগঞ্জে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপিসহ বিভিন্ন উপজেলা শাখায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা বিএনপির আয়োজনে মঙ্গলবার সকালে নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম টিপু, সহ-সভাপতি মবিনুর রহমান মিয়া, বিএনপি নেতা ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মো. আব্দুল ওয়াহেদসহ অন্যান্যরা।
সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি মোজিদুল হক, জেলা যুবদলের সভাপতি তাবিউল ইসলাম তারিফ, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি জিল্লুর রহমানপ্রমুখ।

রহনপুরেও বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রহনপুর  মুক্তাশা রোডস্থ উৎসব কমিউনিটি সেন্টারে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম তুহিন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ্ব আমিনুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রহনপুর পৌর মেয়র তারিক আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে আসন্ন রহনপুর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র বিএনপি নেতা তারিক আহমদ কে পূনরায় দলীয় মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন সাংসদ আমিনুল ইসলাম।

পোস্টটি শেয়ার করুন