চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও ওয়ান শুটার গানসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

ট্রিবিউন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহানন্দা সেতু এলাকা থেকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার, গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী কে আটক করেছে র‍্যাব-৫।

আটককৃত আসামি; আল আমিন (৩০)। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহেশপুর গ্রামের মোহাম্মদ আকালু’র ছেলে।

র‍্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়; গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল মহানন্দা ব্রীজ সংলগ্ন টোল প্লাজার দক্ষিণ পাশের সড়কে অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দু’টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আল আমীনকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমীন স্বীকার করেছে, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেছেছিল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন