নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি বড়িপাড়া বিলের পানিতে মাছ ধরতে গিয়ে আরিফ নামের ১ শিশু ডুবে মারা গেছে।
নিহত শিশু হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি বড়িপাড়ার শরিফুল ইসলামের ছেলে আরিফ (৬)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, ১৪ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ টার দিকে আরিফ বিলের পানিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা আরিফকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে আরিফকে মৃত ঘোষণা করে।
শিশুটির লাশ সদর হাসপাতালের মর্গ আছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।