নিজস্ব প্রতিবেদনক, চাঁপাইনবাবগঞ্জ: শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, আরডিসি মো. আনিসুর রহমানসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান প্রধান ও স্বেচ্চাসেবী সংগঠনের সদস্যরা।