চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়িক সুবিধা গ্রহণ করতে শিল্পপতিদের প্রতি আহ্বান ইঞ্জিনিয়ার মাহতাবের
নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়িক সুযোগ সুবিধা গ্রহন করতে দেশের শিল্পপতিদের প্রতি আহবান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ও বুয়েট অ্যালামনাই এসোসিয়েশনের মহাসচিব ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন।
শুক্রবার ১৫ এপ্রিল নাটোর জেলা সমিতি কর্তৃক আয়োজিত মিরপুরে পুলিশ কনভেনশন হলে ইফতার মাহফিলে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নশীল অবস্থা এবং দেশের মানুষের আকর্ষনের কেন্দ্রবিন্দু হওয়ার কারণ বর্ননা করে তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জ এক সমৃদ্ধ জেলা। এখানে প্রায় ২৬ লাখ মানুষের বসবাস রয়েছে। দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় আমের হাট এখানেই অবস্থিত। চাইলেই আমরা সারাবিশ্বে আম সরবারহ করতে পারি।”
তিনি আরও বলেন, “চাঁপাইনবাবগঞ্জ সৃষ্টিকর্তার এক অনন্য উপহার। একসাথে বরেন্দ্রভূমি এবং দিয়াড় অঞ্চল রয়েছে এখানে। যার ফলে প্রাকৃতিক সম্পদের প্রাচূর্যতা লক্ষনীয়। এছাড়াও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সোনামসজিদ স্থল বন্দর রয়েছে যা চাঁপাইনবাবগঞ্জকে পূর্নতা দান করেছে।” বিশাল মানবসম্পদকে কাজে লাগিয়ে এখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের আহবান জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ এর মাটির সন্তান হিসেবে ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন সর্বদায় মাটি ও মানুষের হয়ে কথা বলেন।