চাঁপাইনবাবগঞ্জে ভেজাল চোলাইমদ তৈরির উপকরণসহ চারজন গ্রেফতার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ, বাংলা মদ, গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাদলাই জোড় বাগানের সেফালী বেওয়া, পিটিআই এলাকার বাবর, রামকৃষ্টপুরের সামিরুল, আলীনগর রেলপাড়ার আব্দুস সালাম।

জানাগেছে, ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপি বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির ইন্সপেক্টর রায়হান আহমেদ খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানগুলো পরিচালনা করা হয়। সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন উপস্থিত ছিলেন।

আসামীদের মধ্যে সেফালীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়। আসামী বাবরকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন।

আরেক আসামী সামিরুলকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা করা হয়। আব্দুস সালামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভেজাল চোলাইমদ তৈরির উপকরণসহ বিভিন্ন মদ তৈরির সামগ্রী জব্দ করা হয়।

ইন্সপেক্টর রায়হান আহমেদ খান জানান, সহকারি পরিচালক আনিছুর রহমান খানের নির্দেশনায় অভিযানগুলো পরিচালনা করা হয়। তিনি আরও জানান, রাজশাহী ও বগুড়ায় ভেজাল মদ পান করে বেশ কয়েকজন ব্যক্তি নিহত হবার ঘটনা ঘটে।

জেলাতেও ভেজাল মদ তৈরি ও বিক্রি বন্ধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, পরিদর্শক রায়হান আহমেদ খান।

পোস্টটি শেয়ার করুন