চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা সীমান্তবর্তী হবার সুবাদে এখানে মাদকের চোরাচালান সর্বাধিক। এখানে মাদকদ্রব্য সহজেই যুবসমাজ হাতে পেয়ে নেশাগ্রস্থ হয়ে সমাজ ও দেশের বোঝা হচ্ছে।
১১ মে বুধবার দিনব্যাপি মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে অনুষ্ঠিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন, শুধু আইনশৃংখলা বাহিনী নয়, সমাজের সকল শ্রেণির পেশার মানুষকে নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের করতে হবে। অভিভাবকসহ সকলকে সজাগ ও সচেতন থাকবারও আহবান জানান বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টাউন ক্লাবে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় একদিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.রুহুল আমীন।
এছাড়াও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।