চাঁপাইনবাবগঞ্জে মানবিক উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে ভালোবাসা বিলাই কার্যক্রমের উদ্বোধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ :মানবিক উদ্যোক্তা সংগঠন নিজের বলার মতো একটা গল্ল ফাউন্ডেশন আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে ভালোবাসা বিলাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১৮ এপ্রিল সোমবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তি মোড়ে অবস্থিত মুনমুন ফার্মেসিতে ভালোবাসা বিলাই কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা এম্বাসেডর সালাউদ্দিন বিশ্বাস, সাব্বির হোসাইন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম ফরিদপুর ইসলামসহ জেলার ভলেন্টিয়াররা।

জেলা এম্বাসেডর সালাউদ্দিন বিশ্বাস জানান, রমজান উপলক্ষে আমরা মানবিক আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলায় সবাই মানবতার ঝুড়িতে ১০০ টাকার পণ্য (আধা কেজি চাল, ডাল, সবজি) পণ্য দিবো ইনশাল্লাহ। সারা দেশের সব জেলা উপজেলা ও প্রবাস থেকে সবাই ভালোবাসা বিলাই চলেছি।

তিনি আরও জানান, আশেপাশের মানুষকে আহবান জানাচ্ছি আপনারা ১০০ টাকার পণ্য, ইফতারি, সেমাই, পুরনো কাপড় (ধুয়ে), ঘরে বেঁচে যাওয়া খাবার ঐ মানবিক ঝুড়িতে রাখবেন।

সারা দেশের ৬৪ জেলায় ও ৪৯২ টি উপজেলায় একযোগে চলবে ঈদের দিন পর্যন্ত ভালোবাসা বিলাই কার্যক্রম।

মানবিক ও মহান এই কাজ ইকবাল বাহার জাহিদের নির্দেশনা অনুযায়ী ভালোবাসা বিলাই যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে সেই প্রত্যাশায় করেছেন সংগঠনটির সদস্যরা।

পোস্টটি শেয়ার করুন