চাঁপাইনবাবগঞ্জে চার চোরাই মোটরসাইকেলসহ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোরাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলোঃ শিবগঞ্জ উপজেলার একবরপুর গ্রামের ইদু আলীর ছেলে শিমুল উরফে রাজু (২৫), গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আউয়াল (২৫), শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের ইব্রাহীমের ছেলে খালেদ (২২), একই উপজেলার মনাকষার সন্তোষ সাহার ছেলে সজিব সাহা (২৭) এবং রসুনচক গ্রামের শমসের আলীর ছেলে মোঃ মকিম (২৮)।

পুলিশ জানায়; জেলা গোয়েন্দা শাখার সহায়তায় মোটরসাইকেল চুরি চক্রের সদস্য শিমুল ওরফে রাজু ও আউয়াল কে শিবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সদর মডেল থানাধীন টিকরামপুর ও রানীহাটি গ্রামের দুইটি বাড়ী হতে চুরি হয়ে যাওয়া ২টি মোটরসাইকেল, ১টি এলইডি টিভি, ০২টি মোবাইল ফোন, বিভিন্ন ধরণের কাসার বাসনকোসন এবং আরো দুইটি মোটরসাইকেলসহ মোট চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় আরো তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পোস্টটি শেয়ার করুন