চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো প্রয়াত এ্যাড. মিজানের প্রথম মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক যগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কোরআন খতম করে টিকরাম পুর গোরস্থানে তার কবর জিয়ারত করা হয়।
পরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এরপরে অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ এর সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য ইফতেখারুল ইসলাম সুজনসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিকেলে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।
এছাড়াও প্রয়াত এই আওয়ামী লীগ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগ।