চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে চার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার ও শনিবার দু’দিনে র‍্যাবের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন অভিযোগে ৪ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে।

আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি মধ্যবাজারের মৃত বিলাত হাজী ওরফে মামলতের ছেলে খাইরুল ইসলাম (৩৯), একই উপজেলার সোনামসজিদের আলাউদ্দিনের ছেলে জামাল উদ্দিন (২৫), সালামপুর উত্তর পাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে সালাম আলী (২৪) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেলবাগান হাড্ডিপট্টির মৃত আব্দুল বারেক শেখের ছেলে ফারুক হোসেন (২৫)।

জানাগেছে, কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে র‍্যাবের সঙ্গীয় ফোর্স অভিযানগুলো পরিচালনা করে। ২ বছর, ১ বছর ও ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলো এ ৪ জন।

বহুদিন থেকে গ্রেপ্তারকৃত পলাতক আসামীদের ধরতে র‍্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের গোয়েন্দাদের নজরদারি ছিলো। পলাতক আসামী ধরতে এমন অভিযান চলমান থাকবে।

পোস্টটি শেয়ার করুন