চাঁপাইনবাবগঞ্জে শহিদ কামারুজ্জামানের জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আমৃত্যু বিশ্বস্ত সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম, শহিদ এ. এইচ. এম কামারুজ্জামান এর ৯৯ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা ও সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন – জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কেক কাটেন উপস্থিত নেতাকর্মী।

পোস্টটি শেয়ার করুন