নিজস্ব প্রতিবেদক:‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে সাত দিনব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর আয়োজনে এবং জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের সহযোগিতায় কর্মসূচী পালিত হচ্ছে।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ফলদ, বনজ, ঔষধি গাছের চারা প্রদর্শনের জন্য ২৫টি স্টল রয়েছে।